Wellcome to National Portal
Main Comtent Skiped

Welcome to Doe, Patuakhali web portal

*** ১ নভেম্বর ২০২৪ তারিখ থেকে দেশব্যাপী অবৈধ বা নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে *** *** দেশে নতুন করে কোনও ইটভাটার অনুকূলে ছাড়পত্র প্রদান করা হবে না ***


Title
সরকার কতৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিন এর উপর ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
Details

গত ১৬/০৯/২০২০  তারিখে, পটুয়াখালী বাউফল উপজেলাধীন এলাকায় ৭, ৮ ও ৯ নং ওর্য়া্ড-এর ভিন্ন ভিন্ন স্থানে তিনটি গোডাউনে রাত 8.30 থেকে রাত 12.30 ঘটিকা পর্যন্ত বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট) জনাব জাকির হোসেন মহোদয়ের নেতিৃত্বে ও র‌্যাবের সহয়তায় পরিবেশ অধিদপ্তের, পটুয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক -এর মোবা্ইল কোর্টের এক যৌথ অভিযানে সরকার ঘোষিত নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ আনুমানিক ৪৫৪৫ কেজি জব্দ করা হয় ও পলিথিন বিক্রয়কারী জনাব অনিল দেবনাথ, পিতাঃ মৃত অধির দেবনাথ, মদনপুরা, বাউফল, পটুয়াখালী ব্যক্তিকে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫(সংশোধিত-২০১০)-এর ১৫(১) টেবিল ক্রমিক নং ৪(ক)-এর ধারামতে বিনাশ্রম ০৪(চার)মাসের কারাদন্ড প্রদান করা হয়। বভিষ্যতে ও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Images
Attachments
Publish Date
16/09/2020